OrdinaryITPostAd

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করবেন | ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট বন্ধ করার উপায়

ইনস্টাগ্রাম বিজনেস থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়মইনস্টাগ্রাম হলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম।ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের পন্য ও সেবার প্রচার প্রচারণা করে তাদের ব্যবসায়ের প্রসার ঘটিয়ে থাকে। কিন্ত বিভিন্ন কারনে আমাদের অনেক সময় Instagram Business Account Delete করার প্রয়োজন পরে। অনেক সময় ব্যবসায়ে ব্যর্থ হওয়ার কারনেও আমরা বিজনেস একাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে Instagram Business Account Delete করতে হয়। আপনারা যারা কোনো প্রয়োজনে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট খুলেছিলেন কিন্তু বর্তমানে আপনাদের সেই একাউন্টটি আর কাজে লাগছে না এবং আপনারা সেই Account টি ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছেন আজকের আর্টিকেলটি তাদের জন্যই। 

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করার উপায়

আজকের এই আর্টিকেলে আমরা জানবো ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট কিভাবে Delete করতে হয়, কিভাবে ডিলিট করা Account রিএক্টিভেট করতে হয়, Business Account থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম, Instagram Business একাউন্ট ডিলিট করার কারন এবং বিজনেস একাউন্ট ডিলিট করার সুবিধা ও অসুবিধা। তাহলে চলুন দেরি না করে বিষয়গুলো বিস্তারিত জেনে নিই।

Instagram Business Account Delete করার নিয়ম জানার আগে আমরা জানবো ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করার কারন গুলো কি কি।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করার কারনসমূহ

Instagram Business একাউন্ট খুলে আমরা আমাদের ব্যবসায়ের প্রসার ঘটাতে চাই। ব্যবসায়ের পন্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য বহু মানুষের কাছে পৌছে দিতেই আমরা বিজনেস একাউন্ট খুলে থাকি। কিন্তু অনেক সময় বিভিন্ন কারনে আমাদের Instagram Business Account Delete করতে হয়। এখন আমরা ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করার কারনসমূহ জানবো। 

  • আমরা যেই ব্যবসায়ের জন্য Business Account খুলে থাকি সেই ব্যবসায়ে ব্যর্থ হলে আমরা বিজনেস একাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিই।
  • আমরা অনেক সময় সাইবার বুলিং এর স্বীকার হয়ে থাকি। বিভিন্ন মানুষ ইনস্টাগ্রাম বিজনেস একাউন্টে নেতিবাচক মন্তব্য করে থাকে। এইসব নেতিবাচক মন্তব্য থেকে বাঁচার জন্য আমরা Business Account Delete করে থাকি। 
  • আমাদের একাধিক বিজনেস একাউন্ট থাকলে আমরা কোনো একটি Business Account Delete করে থাকি। 
  • আমরা আমাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারনেও Instagram Business Account Delete করে থাকি। অনেক সময় আমাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে সময় দিতে পারি না। এই কারনেও আমরা Account Delete এর সিদ্ধান্ত নিয়ে থাকি। 
এতক্ষন আমরা জানলাম ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিটের কারন সমূহ। এবার আমরা জানবো Business  Account ডিলিটের সুবিধা ও অসুবিধা গুলো কি কি। 


বিজনেস একাউন্ট ডিলিটের সুবিধা ও অসুবিধা 

এখন আমরা আলোচনা করবো বিজনেস একাউন্ট ডিলিটের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে  সেগুলো নিয়ে। 

বিজনেস একাউন্ট ডিলিটের সুবিধা 

  • অনেক সময় Business Account আমাদের মনের উপর চাপ বা উদ্বেগ সৃষ্টি করে। বিজনেস একাউন্ট ডিলিটের মাধ্যমে আমরা মানসিক চাপ কমাতে পারি।
  • Business Account Delete এর মাধ্যমে আমরা সাইবার বুলিং ও নেতিবাচক মন্তব্য থেকে রক্ষা পেতে পারি।
  • যদি আমরা ব্যবসায়ে ব্যর্থ হই তাহলে সেই বিজনেস একাউন্ট তখন অপ্রয়োজনীয়। তাই সেটি ডিলিট করে নতুন ব্যবসায়ের পরিকল্পনা করতে পারি।
  • Business Account এক্টিভ থাকলে আমাদের সোশ্যাল মিডিয়ায় এক্টিভিটি বেশি থাকে ফলে আমাদের পড়াশোনা ও পারিবারিক বিভিন্ন কাজে ব্যঘাত ঘটে। তাই বিজনেস একাউন্ট ডিলিট করার ফলে আমরা আমাদের পড়াশোনা ও পারিবারিক কাজে মনোযোগী হতে পারবো।
  • অনেক সময় আমরা পাবলিকের থেকে নিজেকে হাইড করতে চাই। সেক্ষেত্রে Business Account Delete আমাদের মানসিক ভাবে শান্তি প্রদান করে।

বিজনেস একাউন্ট ডিলিটের অসুবিধা 

  • Business Account Delete করলে আপনার একাউন্টের সকল পোস্ট, ভিডিও, ছবি সহ সকল ডকুমেন্ট ডিলিট হয়ে যাবে। যা আপনি পরবর্তীতে আর ফিরে পাবেন না।
  • আপনার সকল ফলোয়ার হারিয়ে যাবে। তারা আর আপনার Account খুঁজে পাবে না।
  • বিজনেস একাউন্ট Delete করলে আপনি পরবর্তীতে আর ইচ্ছা করলেও একাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন না। Account ডিলিটের ৩০ দিন পর আপনার একাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
  • যেই ব্যবসায়ে ব্যর্থ হওয়ার কারনে আপনি Business Account টি ডিলিট করতে চাইছেন, সেই ব্যবসায় যদি পরবর্তীতে সক্রিয় হয় তখন আপনি আর ইচ্ছা করলেও একাউন্টটি ফিরে পাবেন না।

যেভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করবেন

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিটের নিয়মাবলি নিচে আলোচনা করা হলোঃ

১. প্রথমে আপনাকে Instagram অ্যাপে ঢুকতে হবে।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

২. এরপর আপনাকে আপনার Instagram বিজনেস একাউন্টের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর উপরে (☰) এই চিহ্নের উপর ক্লিক করতে হবে।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয় 

৩. এবার Accounts Centre লিখার উপর ক্লিক করুন। 

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়


আরো পড়ুনঃ ইনস্টাগ্রাম মার্কেটিং কি? | কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়?


৪. এবার আপনার সামনে নিচের ছবির মতো একটা ইন্টারফেস আসবে সেখানে Personal Details এ ক্লিক করুন। 

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

৫. তারপর Account ownership and control এ ক্লিক করুন।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয় 

৬.  এবার Deactivation or Deletion লিখার উপর ক্লিক করুন। 

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

৭. এখন আপনার সামনে একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার ফেসবুক সহ ইনস্টাগ্রামের যতগুলো Account আছে সবগুলো শো করবে। আপনি আপনার যেই বিজনেস একাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন তার উপর ক্লিক করুন।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

৮. এবার আপনার সামনে Deactivate account এবং Delete account নামে দুইটি অপশন আসবে। আপনি Delete account সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

৯. এরপর নিচের ছবির মতো একটা ইন্টারফেস আসবে।  সেখানে আপনি কেনো একাউন্টটি Delete করছেন সেই সম্পর্কিত কয়েকটি অপশন আসবে।  সেখান থেকে আপনি যেকোনো একটি সিলেক্ট করে Continue তে ক্লিক করুন। 

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

১০. তারপর আবার Continue তে ক্লিক করুন।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয় 

১১. এবার আপনার সামনে একটি পেজ আসবে যেখানে লিখা থাকবে এই Account টি Delete করার আগে একটি পাসওয়ার্ড তৈরি করুন। আপনি আপনার একাউন্টটি পুনরায় এক্টিভ করতে চাইলে কত তারিখের আগে আপনাকে এই একাউন্টে লগইন করতে হবে সবকিছু বিস্তারিত লিখা থাকবে। এখানে আপনি Continue তে ক্লিক করুন।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয় 

১২. এখন আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি আপনার পছন্দমতো একটি পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন। এই পাসওয়ার্ড টি অবশ্যই মনে রাখবেন কারন পরবর্তী ৩০ দিনের মধ্যে যদি আপনি আপনার Account টি আবার এক্টিভ করতে চান তবে এই পাসওয়ার্ড টি প্রয়োজন হবে।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

১৩. এরপর Delete account এ ক্লিক করলেই আপনার বিজনেস একাউন্টটি ডিলিট হয়ে যাবে।

কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট ডিলিট করতে হয়

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্টকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম 

বিভিন্ন কারনে আমরা ইনস্টাগ্রাম Business Account Delete করার সিদ্ধান্ত নিই। আমরা সরাসরি বিজনেস একাউন্ট ডিলিট না করে Business Account থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করতে পারি। কিভাবে Business Account থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করা যায় তার নিয়মাবলি নিচে আলোচনা করা হলোঃ

১. Instagram Business Account কে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার জন্য আপনাকে আবার ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম

২. এরপর আপনার বিজনেস একাউন্টের প্রোফাইলে ঢুকে উপরে (☰) এই চিহ্নের উপর ক্লিক করতে হবে।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম 

৩. এবার Creator tools and controls এ ক্লিক করুন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম

৪. এবার আপনার সামনে নিচের ছবির মতো একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে এসে Switch account type এ ক্লিক করুন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম 

৫. তারপর আপনার সামনে দুইটি অপশন আসবে Switch to business account এবং Switch to personal account। আপনি Switch to personal account এ ক্লিক করুন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম 

৬. এরপর আপনার সামনে এমন একটি পেজ আসবে।  এখানে আপনি Switch to personal account এ ক্লিক করলেই আপনার Business Account টি পার্সোনাল একাউন্টে স্যুইচ হয়ে যাবে।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট থেকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করার নিয়ম

যেভাবে ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেট করবেন

আপনি আপনার Instagram বিজনেস একাউন্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যে Account টি আবার রিএক্টিভেট করতে পারবেন। কিন্তু Delete করার ৩০ দিন যদি পার হয়ে যায় তবে আপনি আর আপনার বিজনেস একাউন্টটি রিএক্টিভেট করতে পারবেন না। ইনস্টাগ্রাম Business Account রিএক্টিভেট করার নিয়মাবলী নিচে আলোচনা করা হলোঃ

১. বিজনেস একাউন্ট রিএক্টিভেট করার জন্য আপনার যদি ফেসবুক একাউন্ট থাকে তবে সেই একাউন্টে ঢুকে তারপর Settings এ ক্লিক করতে হবে(Settings এ ক্লিক করার পর আপনার সামনে Accounts Centre নামের একটি অপশন চলে আসবে) অথবা আপনার যদি অন্য একটি ইনস্টাগ্রাম পার্সোনাল Account থাকে তবে সেই একাউন্টের প্রোফাইলে ঢুকে উপরের দিকের (☰) এই চিহ্নের উপর ক্লিক করতে হবে।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম

২. এবার Accounts centre এ ক্লিক করুন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম 

৩. তারপর Personal details এ ক্লিক করুন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম 

৪. এরপর Account ownership and control এ ক্লিক করুন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম

৫. এবার আপনার সামনে নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে। সেখানে আপনি Reactivation নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম

৬. এবার আপনি যেই একাউন্টটি Delete করেছিলেন সেই Accountটি দেখতে পাবেন। আপনার ডিলিট করা একাউন্টের নামের উপর ক্লিক করুন। 

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম

৭. এবার আপনার সামনে Cancel Deletion নামে একটি পেজ ওপেন হবে। আপনি Cancel Deletion বাটনের উপর ক্লিক করলেই আপনার Account টি রিএক্টিভেট হয়ে যাবে। এরপর আপনি Account ডিলিটের সময় যেই পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার বিজনেস একাউন্টটি লগইন করে নিন।

ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট রিএক্টিভেটের নিয়ম

শেষকথা

আজ এই আর্টিকেলে আমরা আলোচনা করলাম ইনস্টাগ্রাম Business Account কিভাবে ডিলিট করবেন, কিভাবে Delete করা একাউন্ট রিএক্টিভেট করবেন, কিভাবে বিজনেস একাউন্টকে পার্সোনাল একাউন্টে স্যুইচ করবেন, Business Account ডিলিটের কারন এবং Business Account ডিলিটের সুবিধা ও অসুবিধা। আজকের এই আর্টিকেলটি পড়ার পর আশা করি Instagram বিজনেস একাউন্ট Delete সম্পর্কিত আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। এই সম্পর্কিত আরো তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লিডিং আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪